বুধবার, ২৯ অক্টোবর ২০২৫

খুলনা বিশ্ববিদ্যালয়ে ‘কোলাবরেটিভ রিসার্চ গ্রান্ট প্রোগ্রাম’ (সিআরজিপি) চালু 

প্রকাশিত: মঙ্গলবার, অক্টোবর ২৮, ২০২৫

খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) তাদের গবেষণা কার্যক্রমকে আরও কার্যকর ও বাস্তবমুখী করতে ‘ইন্ডাস্ট্রি-একাডেমিয়া’র যৌথ গবেষণাকে কৌশলগত গুরুত্ব দিচ্ছে। এই লক্ষ্যে বিশ্ববিদ্যালয় কোলাবরেটিভ রিসার্চ গ্রান্ট প্রোগ্রাম (সিআরজিপি) বাস্তবায়নে জোর দিচ্ছে এবং এ খাতে অর্থ বরাদ্দ করছে।

গতকাল ২৮ অক্টোবর (মঙ্গলবার) প্রশাসনিক ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের রিসার্চ এডভাইজারি কমিটি (আরএসি)-এর ২২তম সভায় এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। উপাচার্য ও কমিটির সভাপতি প্রফেসর ড. মোঃ রেজাউল করিম সভায় সভাপতিত্ব করেন।

সভায় সভাপতির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম জানান, দেশে বিশ্ববিদ্যালয় পর্যায়ে প্রথমবারের মতো খুলনা বিশ্ববিদ্যালয়ই সিআরজিপি-তে অর্থ বরাদ্দ করছে। এর মাধ্যমে ইন্ডাস্ট্রি এবং একাডেমিয়ার মধ্যে যৌথ গবেষণার সুযোগ সৃষ্টি হলো। তিনি উন্নত বিশ্বের ধারা অনুসরণ করে এই যৌথ গবেষণাকে ফলপ্রসূ করার আহ্বান জানান।

গবেষণালব্ধ ফলাফলকে সর্বস্তরে তুলে ধরার গুরুত্ব দিয়ে উপাচার্য বলেন, প্রতি বছর নির্দিষ্ট সময়ে ‘একাডেমিক ফেয়ার’ আয়োজন এবং সেমিনার-কর্মশালার মাধ্যমে একাডেমিয়া ও ইন্ডাস্ট্রির মধ্যে জ্ঞান বিনিময় (নলেজ শেয়ারিং) বাড়াতে রিসার্চ এন্ড ইনোভেশন সেন্টারকে উদ্যোগী হতে হবে।

উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান সিআরজিপি প্রোগ্রামের প্রকল্প প্রস্তাবনায় একাডেমিয়া-ইন্ডাস্ট্রি কোলাবরেশন নিশ্চিত করার ওপর জোর দেন। তিনি মনে করেন, গবেষণা শুধু একাডেমিয়ার মধ্যে সীমাবদ্ধ না থেকে ইন্ডাস্ট্রির সাথে যৌথভাবে পরিচালিত হলে তার ফলাফল আরও বাস্তব প্রয়োগমুখী হবে। এছাড়াও, তিনি গবেষণা প্রকল্প বাস্তবায়নে অন্যান্য গবেষণা প্রতিষ্ঠানের সাথে অংশীদারিত্ব গড়ে তোলার প্রতি গুরুত্বারোপ করেন।

সভায় ২০২৫-২৬ অর্থবছরের সিআরজিপি এবং একই অর্থবছরের প্রথম পর্যায়ের রিসার্চ গ্রান্ট প্রোগ্রাম (আরজিপি)-এর আওতাধীন প্রকল্প প্রস্তাবনা অনুমোদন সংক্রান্ত বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

আরো পড়ুন