মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
প্রকাশিত: মঙ্গলবার, অক্টোবর ২৮, ২০২৫
“লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ” – এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ ব্যাংকের আয়োজনে ও লিড ব্যাংক সোনালী ব্যাংক পিএলসি এর উদ্যোগে আজ সকালে (২৮ অক্টোবর) খুলনা জেলা শিল্পকলা একাডেমীতে ক্যাশলেস বাংলাদেশ উদ্যোগ (বাংলা কিউআর লেনদেন সম্প্রসারণ) বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
ডিজিটাল লেনদেনে দেশের অগ্রগতিকে আরও বেগবান করার লক্ষ্যেই এই সেমিনার আয়োজিত হয়।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ের নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান। তিনি তাঁর বক্তব্যে সোনালী ব্যাংক পিএলসি-এর ডিজিটাল প্ল্যাটফর্মের গুরুত্ব তুলে ধরে বলেন, “দিন রাত ২৪ ঘন্টাই সোনালী ই-ওয়ালেট বিশ্বের যে কোনো প্রান্ত থেকেই ব্যবহার করা যাবে।” তিনি ডিজিটাল লেনদেনের সুবিধা এবং এর মাধ্যমে অর্থনীতির সার্বিক অগ্রগতি নিয়ে আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক খুলনা-এর নির্বাহী পরিচালক মোঃ রুকনুজ্জামান এবং সোনালী ব্যাংক পিএলসি প্রধান কার্যালয়ের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোঃ রফিকুল ইসলাম। তাঁরা ক্যাশলেস সমাজ গঠনের গুরুত্ব ও বাংলা কিউআর-এর মাধ্যমে লেনদেনকে আরও সহজলভ্য করার বিষয়ে আলোচনা করেন।
উক্ত সেমিনারে সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ের পিএসডি পরিচালক রাফেজা আক্তার কান্তা। তিনি সোনালী ব্যাংকের ই-সেবা অ্যাপস-এর একাধিক সুবিধা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন, “রেমিটেন্স কুয়েরি, শিক্ষা ফি, সর্বজনীন পেনশন স্কিমের কিস্তি, পুলিশ ক্লিয়ারেন্স, ট্রাভেল ট্যাক্স, বন্ড পেমেন্ট, ইন্স্যুরেন্স ফি প্রদান, বিভিন্ন ইউটিলিটি ফিস প্রদান সহ সোনালী ই-সেবা অ্যাপস ব্যবহার করে প্রবাসীরা মাত্র দুই মিনিটে হিসাব খুলতে পারবেন।”
সেমিনারে বক্তারা ক্যাশলেস লেনদেনের প্রচার এবং বাংলা কিউআর কোড ব্যবহারে জনগণকে উৎসাহিত করার ওপর জোর দেন। এই উদ্যোগের মাধ্যমে খুলনা জেলায় ডিজিটাল লেনদেনের পরিধি আরও বাড়বে এবং অর্থনৈতিক অন্তর্ভুক্তিতে সহায়ক হবে বলে আশা প্রকাশ করা হয়।