রবিবার, ২৬ অক্টোবর ২০২৫
প্রকাশিত: শনিবার, অক্টোবর ২৫, ২০২৫
দিঘলিয়া (খুলনা) প্রতিনিধি:
খুলনার দিঘলিয়া উপজেলা প্রেসক্লাবের বহু প্রতীক্ষিত নির্বাচন স্থগিত ঘোষণা করা হয়েছে। আগামী ৮ নভেম্বর এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এবং সেই অনুযায়ী ২৫ অক্টোবর ছিল মনোনয়ন ফর্ম বিতরণের দিন। কিন্তু হঠাৎ করেই কোনো আলোচনা ছাড়াই প্রধান নির্বাচন কমিশনার অধ্যক্ষ মনিরুল হক বাবুল মৌখিকভাবে ফর্ম বিতরণ ও নির্বাচন অনির্দিষ্টকালের জন্য স্থগিতের ঘোষণা দিয়েছেন। তবে নির্বাচন স্থগিতের কোনো সুস্পষ্ট কারণ তিনি ব্যাখ্যা করেননি।
সাংবাদিকদের মাঝে ক্ষোভ ও হতাশা
প্রেসক্লাবের মতো একটি অরাজনৈতিক প্রতিষ্ঠানের গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার উদ্দেশ্যে পূর্ব ঘোষণা ছাড়া এই স্থগিতাদেশ দেওয়া হয়েছে বলে মনে করছেন প্রেসক্লাবের নেতৃবৃন্দসহ উপজেলার সকল পর্যায়ের সাংবাদিক, সুধী সমাজ এবং বিভিন্ন রাজনৈতিক মহল।
প্রধান নির্বাচন কমিশনার অধ্যক্ষ মনিরুল হক বাবুল শুধু “অনিবার্য কারণবশত” ফর্ম বিতরণ ও নির্বাচন অনির্দিষ্টকালের জন্য স্থগিত করার কথা মৌখিকভাবে জানিয়েছেন। এমন গুরুত্বপূর্ণ বিষয়ে তিনি কোনো সুস্পষ্ট ব্যাখ্যা না দেওয়ায় স্থানীয় সাংবাদিক মহলে গভীর হতাশা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা
উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকরা বৈধ গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে বদ্ধপরিকর। এ লক্ষ্যে তাঁরা খুলনা প্রেসক্লাবের নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করেছেন এবং দ্রুত সময়ের মধ্যে একটি সুষ্ঠু, নিরপেক্ষ, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের প্রত্যাশা ব্যক্ত করেছেন।