রবিবার, ২৬ অক্টোবর ২০২৫
প্রকাশিত: রবিবার, অক্টোবর ২৬, ২০২৫
খুলনার চিকিৎসা ব্যবস্থা অনিয়ম ও ভুল চিকিৎসা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট করেন সাংবাদিক আমৃতা মালাঙ্গি। পেস্ট সামজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনা সৃষ্টি হয়েছে
আমৃতা মালাঙ্গি লিখেছেন,আমার পরিচিত এক নারীর প্রথমে ক্যান্সার শনাক্তের দাবি করেন খুলনার চিকিৎসক প্রফেসর ডা. আবু সাইদ। এরপর ডা. মৃণাল কান্তি সরকার দাবি করেন, তৎক্ষণাৎ রোগীকে কেমো দিতে হবে।
এই পর্যায়ে তারা আমার সঙ্গে যোগাযোগ করেন। আমি ঢাকায় আনার পরামর্শ দিই, পাশাপাশি ভারতে যাওয়ার প্রস্তুতি নিতে বলি। ঢাকার দুটি হাসপাতাল ক্যান্সার শনাক্ত নিয়ে দোটানায় পড়ে। তাদের মনে হতে থাকে, এই রোগীর ক্যান্সার নেই।
এই অবস্থায় রোগীকে নিয়ে ভারতে চলে যায় তার পরিবার। সেখানে চিকিৎসকেরা জানিয়ে দেন, রোগীর শরীরে ক্যান্সার নেই। অথচ খুলনার চিকিৎসকেরা কেমোথেরাপির পর্যন্ত ব্যবস্থা করে ফেলেছিলেন।
আমৃতা আরও উল্লেখ করেন, খুলনা সিটি মেডিকেলসহ বিভিন্ন হাসপাতালের জটিলতা, চিকিৎসক-রোগীর অব্যবস্থাপনা ও দায়িত্বহীনতার অভিযোগ প্রায়ই শোনা যায়। তার ভাষায়, “এই একটি ঘটনা খুলনার চিকিৎসা ব্যবস্থার ভয়াবহ বাস্তবতা তুলে ধরছে।”
তিনি খুলনাবাসীকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে লিখেছেন, “চিকিৎসা নিয়ে সবাই সাবধান হোন। প্রয়োজনে দ্বিতীয় মতামত নিন। জীবন নিয়ে কোনো ঝুঁকি নয়।”