শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫
প্রকাশিত: বৃহস্পতিবার, অক্টোবর ২৩, ২০২৫
মালয়েশিয়ার জোহরের সেসন্স আদালতে ৩৪ বছর বয়সী বাংলাদেশি নারী বেগম মাসুমাকে হাজির করা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ, দুই সপ্তাহ আগে তিনি তার প্রেমিকের পুরুষাঙ্গ কেটে দিয়েছেন।
আদালতে তার দোষ স্বীকারের আবেদন করা হলেও এটি শর্তসাপেক্ষ হওয়ায় এবং অভিযোগ বোঝার ক্ষেত্রে অসুবিধা থাকার কারণে আদালত আবেদন গ্রহণ করেনি।
অভিযোগপত্র অনুযায়ী, ৩৩ বছর বয়সী বাবু মন্ডলকে অভিযুক্ত নারী ইচ্ছাকৃতভাবে একটি ছুরি ব্যবহার করে গুরুতর আঘাত করেছেন। ঘটনা ঘটেছিল ৮ অক্টোবর ভোর ১টার দিকে গিলাং পাতার একটি কারখানার পেছনের বস্তি এলাকায়।
অভিযুক্ত নারী একজন ফ্যাক্টরি প্রোডাকশন অপারেটর। তার বিরুদ্ধে মালয়েশিয়ার পেনাল কোডের ধারা ৩২৬ অনুযায়ী গুরুতর আঘাত করার অভিযোগ আনা হয়েছে। দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ ২০ বছর পর্যন্ত কারাদণ্ড এবং/অথবা জরিমানা হতে পারে।
ডেপুটি পাবলিক প্রসিকিউটর জুহাইনি জুল কাফলি জানান, এই ধারা অনুযায়ী অপরাধটি জামিন-অযোগ্য। এছাড়াও অভিযুক্ত বিদেশি হওয়ায় এবং বৈধ ভ্রমণ নথি না থাকার কারণে আদালত জামিন মঞ্জুর করেনি। শুনানির পরবর্তী দিন নির্ধারিত হয়েছে ১১ নভেম্বর।
ইমিগ্রেশন সংক্রান্ত অভিযোগেও অভিযুক্তের বিরুদ্ধে ধারা ৬(১)(সি) ও ৬(৩) অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ পাঁচ বছর কারাদণ্ড বা ১০ হাজার রিঙ্গিত জরিমানা, অথবা উভয় শাস্তি হতে পারে।
পুলিশ জানিয়েছে, ঘটনার পর তদন্তকর্মীরা ২৯ সেন্টিমিটার দৈর্ঘ্যের ছুরি জব্দ করেছেন। আহত ভুক্তভোগীকে চিকিৎসার জন্য সুলতানাহ আমিনাহ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সূত্রঃ মালয় মেইল