শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫

গোপালগঞ্জে ট্রেনে কাটা পড়ে কলেজ ছাত্র নিহত

প্রকাশিত: শুক্রবার, অক্টোবর ২৪, ২০২৫

গোপালগঞ্জে ট্রেনে কাটা পড়ে সাকিল আহম্মেদ (২৯) নামে ঢাকা কলেজের এক শিক্ষার্থী নিহত হয়েছে। আজ শুক্রবার (২৪ অক্টোবর) সকাল পৌনে ৭টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার চরপাথালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বোড়াশী রেল ষ্টেশনের ম্যানেজার রত্না বৈদ্য বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত সাকিল আহম্মেদ গোপালগঞ্জ সদর উপজেলার বোড়াশী ইউনিয়নের ভেন্নাবাড়ি পশ্চিমপাড়া গ্রামের কামাল শেখের ছেলে এবং ঢাকা কলেজের বিএ দ্বিতীয় বর্ষের ছাত্র।

বোড়াশী রেল ষ্টেশনের ম্যানেজার রত্না বৈদ্য জানান, ঢাকা কলেজের শিক্ষার্থী সাকিল কানে হেড ফোন দিয়ে গান শুনতে শুনতে রেল লাইন পার হচ্ছিল। এসময় গোবরা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনে কাঁটা পড়ে ঘটনাস্থলে নিহত হন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

তিনি আরও বলেন, রেল পুলিশে খবর দেয়া হয়েছে। তারা পৌঁছালে মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হবে।

আরো পড়ুন