বুধবার, ২২ অক্টোবর ২০২৫

খুলনায় ‘তারুণ্যের উৎসব’: ডিজিটাল ব্যাংকিং সেবায় তরুণদের যুক্ত হওয়ার আহ্বান মহাব্যবস্থাপকের

প্রকাশিত: মঙ্গলবার, অক্টোবর ২১, ২০২৫

“নতুন বাংলাদেশ গড়ার লক্ষো” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ বিকালে (২১ অক্টোবর) জনতা ব্যাংক পিএলসি খালিশপুর শাখার উদ্যোগে ‘আর্থিক সাক্ষরতা বিষয়ক সভা’ ও ‘তারুণ্যের উৎসব-২০২৫’ পালিত হয়েছে। তরুণ সমাজকে আর্থিক শিক্ষায় শিক্ষিত করে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এই সভার আয়োজন করা হয়।

জনতা ব্যাংক পিএলসি, খুলনা বিভাগীয় কার্যালয় এর মহাব্যবস্থাপক ইনচার্জ আবুল কালাম আজাদ প্রধান অতিথি হিসেবে সভায় উপস্থিত ছিলেন। তিনি তাঁর বক্তব্যে তরুণদেরকে ডিজিটাল ব্যাংকিং সেবার সঙ্গে যুক্ত হওয়ার আহ্বান জানিয়ে বলেন, “নতুন প্রজন্মকে আর্থিক শৃঙ্খলার আওতায় আনতে এবং তাদের মধ্যে সঞ্চয়ের মানসিকতা গড়ে তুলতে হবে। প্রযুক্তিনির্ভর আর্থিক সেবা গ্রহণ করে তারা শুধু নিজেদের জীবনই উন্নত করবে না, নতুন বাংলাদেশ গড়ার লক্ষো পূরণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় কার্যালয় এর উপ মহাব্যবস্থাপক মোঃ মফিজুল ইসলাম, তিনি বলেন, “দেশের অর্থনৈতিক উন্নয়নে তরুণদের অংশগ্রহণ অপরিহার্য। আর্থিক সাক্ষরতা তাদের সঠিক বিনিয়োগের সিদ্ধান্ত নিতে এবং উদ্যোক্তা হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে সাহায্য করবে। জনতা ব্যাংক সবসময় তরুণদের পাশে আছে।”

এছাড়া ও আরেক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা এরিয়া অফিস এর উপ-মহাব্যবস্থাপক মোঃ জাকির হোসেন, তিনি বলেন, “আর্থিক সাক্ষরতা বিষয়ক এই ধরনের সভা তরুণদের মধ্যে সচেতনতা বাড়াবে। সাইবার নিরাপত্তা ও জাল নোট সনাক্তকরণসহ ব্যাংকের বিভিন্ন আধুনিক সেবা সম্পর্কে ধারণা দেওয়া অত্যন্ত সময়োপযোগী পদক্ষেপ।”

উক্ত সভায় সভাপিত্বত করেন খুলনা খালিশপুর শাখার ব্যবস্থাপক মোঃ আবদুস সাত্তার, তিনি তাঁর বক্তব্যে সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, “গ্রাহক সেবা পক্ষ উপলক্ষে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা যদি একজন তরুণকেও আর্থিক বিষয়ে সচেতন করতে পারে, তবে আমাদের আয়োজন সার্থক। জনতা ব্যাংক খালিশপুর শাখা সবসময় গ্রাহকদের, বিশেষ করে তরুণদের সর্বশ্রেষ্ঠ সেবা দিতে প্রস্তুত।”

সভায় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী ও ব্যাংকের তরুণ গ্রাহকগণ উপস্থিত ছিলেন। বক্তারা আর্থিক পরিকল্পনা, সঞ্চয়ের গুরুত্ব, ঋণ ও বিনিয়োগ এবং ডিজিটাল পেমেন্ট সিস্টেমের নিরাপত্তা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

আরো পড়ুন