রবিবার, ১৯ অক্টোবর ২০২৫

খুমেক হাসপাতালের গণমাধ্যমবিরোধী আদেশে খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটির নিন্দা ও ক্ষোভ

প্রকাশিত: শনিবার, অক্টোবর ১১, ২০২৫

খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের পরিচালক ডা. কাজী মো. আইনুল ইসলাম স্বাক্ষরিত গণমাধ্যমবিরোধী অফিস আদেশের তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছে খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটি।
শনিবার (১১ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, ৯ অক্টোবর জারি করা ওই আদেশে বলা হয়েছে, পরিচালকের লিখিত অনুমতি ছাড়া কোনো মিডিয়া প্রতিনিধি হাসপাতালের ইনডোর বা আউটডোর বিভাগে প্রবেশ, ছবি ধারণ বা রোগী ও স্বজনদের সাক্ষাৎকার নিতে পারবেন না।

খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটি এক বিবৃতিতে জানিয়েছে, এই আদেশ গণমাধ্যমের স্বাধীনতায় সরাসরি হস্তক্ষেপ এবং স্বাধীন সাংবাদিকতার প্রতি হুমকি। এটি শুধু সাংবাদিকদের দায়িত্ব পালনে বাধা সৃষ্টি করবে না, বরং জনস্বার্থ-সংশ্লিষ্ট তথ্যপ্রবাহও ব্যাহত করবে। যা একটি গণতান্ত্রিক সমাজে অগ্রহণযোগ্য।

বিবৃতিতে আরও বলা হয়, দেশের প্রচলিত আইন অনুযায়ী সাংবাদিকরা জনস্বার্থে তথ্য সংগ্রহ ও প্রকাশের স্বাধীনতা ভোগ করেন। কেউ নীতিমালা ভঙ্গ করলে তার বিরুদ্ধে পৃথকভাবে ব্যবস্থা নেওয়া যেতে পারে, কিন্তু একক আদেশে পুরো সাংবাদিক সমাজকে সীমাবদ্ধ করা গণমাধ্যমের স্বাধীনতা খর্ব করার শামিল।

সংগঠনের সভাপতি মোস্তফা জামাল পপলু, সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম মতি, কোষাধ্যক্ষ বেল্লাল হোসেন সজলসহ সকল নেতৃবৃন্দ এই একপাক্ষিক ও গণবিরোধী নির্দেশনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

একই সঙ্গে অবিলম্বে আদেশটি প্রত্যাহারের আহ্বান জানিয়ে তারা বলেন, সাংবাদিকদের প্রতি শ্রদ্ধাশীল মনোভাব বজায় রেখে হাসপাতাল কর্তৃপক্ষ যেন গণমাধ্যমের কার্যক্রমে সহায়তা করে এবং একটি উন্মুক্ত, জবাবদিহিমূলক প্রশাসন গঠনে সহযোগিতা করে।

খুলনা

আরো পড়ুন