রবিবার, ১৯ অক্টোবর ২০২৫

“সাদাছড়ির আধুনিকায়ন, দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তির উন্নয়ন”

প্রকাশিত: বুধবার, অক্টোবর ১৫, ২০২৫

“সাদাছড়ির আধুনিকায়ন, দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তির উন্নয়ন”এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ (১৫ অক্টোবর) খালিশপুরে  বর্ণাঢ্য রেলি ও আলোচনা অনুষ্ঠানের মধ্য দিয়ে খুলনার গোয়ালখালী সরকারি বাক-শ্রবণ ও দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ে দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের মাঝে ডিজিটাল সাদাছড়ি বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে মোট ২৩ জন শিশু ও অন্যান্য দৃষ্টি প্রতিবন্ধীর মাঝে আধুনিক এই সাদাছড়ি বিতরণ করা হয়, যা তাদের পথ চলায় আরও সুরক্ষা ও স্বাধীনতা এনে দেবে বলে আশা করা হচ্ছে।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দীপঙ্কর দাশ। সভাপতিত্ব করেন গোয়ালখালী সরকারি বাক-শ্রবণ ও দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের তত্ত্বাবধায়ক (সহকারি পরিচালক) মোঃ শফিকুল ইসলাম। স্বাগত বক্তব্য প্রদান করেন জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মৌসুমী দেব।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সুরক্ষা, সামাজিক মর্যাদা এবং তাদের জীবনমান উন্নয়নে ডিজিটাল সাদাছড়ির গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে প্রতিবন্ধী জনগোষ্ঠীকে সমাজের মূলস্রোতে নিয়ে আসার এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

বিদ্যালয়ের তত্ত্বাবধায়ক মোঃ শফিকুল ইসলাম সভাপতির বক্তব্যে এই আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান এবং প্রতিবন্ধী শিশুদের শিক্ষাদান ও পুনর্বাসনে তাঁর প্রতিষ্ঠানের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। স্বাগত বক্তব্যে জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মৌসুমী দেব প্রতিবন্ধী ব্যক্তিদের সার্বিক উন্নয়নে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন।

আলোচনা অনুষ্ঠানে সাইট সেভারস-এর প্রতিনিধি বনফুল চুমকি সহ বিভিন্ন বেসরকারি সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এছাড়া, উক্ত প্রতিষ্ঠানের শিশুরা এবং অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে একটি বর্ণাঢ্য রেলি বের হয়, যা শহরবাসীর মধ্যে দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের চলাচলের অধিকার সম্পর্কে সচেতনতা সৃষ্টি করে।

আরো পড়ুন