রবিবার, ১৯ অক্টোবর ২০২৫
প্রকাশিত: শুক্রবার, অক্টোবর ১৭, ২০২৫
এস এম শামীম দিঘলিয়া প্রতিনিধি :
দিঘলিয়া উপজেলায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ‘আরাফাত রহমান কোকো স্মৃতি ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টের’ ফাইনাল খেলা। গত শুক্রবার (১৭ অক্টোবর) বিকেল ৪টায় উপজেলার উত্তর হাজীগ্রাম মিনি স্টেডিয়ামে এই ফাইনাল অনুষ্ঠিত হয়।
শ্বাসরুদ্ধকর ফাইনালে মুখোমুখি হয় হাজীগ্রাম নিউ স্টার একাদশ এবং গোল্ডেন একতা সংঘ পানিগাতী। নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে সমতায় শেষ হলে, খেলার ভাগ্য গড়ায় টাইব্রেকারে। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ টাইব্রেকারে হাজীগ্রাম নিউ স্টার একাদশ ৫-৪ গোলে গোল্ডেন একতা সংঘকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলার মাঠের বাইরে ব্যানার জুড়ে ছিল ‘ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল, মাদক ছেড়ে খেলতে চল’ স্লোগানটি, যা যুবসমাজকে মাদক থেকে দূরে থাকার বার্তা দেয়।
অতিথিদের উপস্থিতি:
মোঃ মিজানুর রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: মোল্লা খাইরুল ইসলাম, এম সাইফুল আমার মিন্টু, আব্দুর রহিম মল্লিক, শরীফ মোজাম্মেল হোসেন, ছেতারা বেগম, মোল্লা নাজমুল হক, মোল্লা মনিরুজ্জামান সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীফ মোজাম্মেল নং হোসেন, শেখ মোসলেম উদ্দিন, খন্দকার ফারুক হোসেন, মোল্লা বেলাল হোসেন, বাদশা গাজী, কুদরত-ই-এলাহী স্পিকার, আবুল কালাম আজাদ, জিয়াউর রহমান, আব্দুল কাদের জনি এবং গাজী মনিরুল ইসলাম।
এলাকার ক্রীড়াপ্রেমী অসংখ্য দর্শক উপস্থিত থেকে এই মনোজ্ঞ ফাইনাল খেলাটি উপভোগ করেন।