রবিবার, ১৯ অক্টোবর ২০২৫
প্রকাশিত: সোমবার, সেপ্টেম্বর ২৯, ২০২৫
খুলনা প্রতিনিধিঃ মোংলা কাস্টমস হাউস ও মোংলা কাস্টমস এজেন্টস্ এসোসিয়েশনের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে মোংলাস্থ কাস্টমস হাউস মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়।
মোংলা কাস্টমস হাউস কমিশনার ম. সফিউজ্জামান প্রধান অতিথি হিসেবে খেলার বিজয়ী দলের মাঝে পুরস্কার বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন মোংলা কাস্টমস এজেন্টস্ এসোসিয়েশনের আহবায়ক মোঃ মোশাররফ হোসেন, সদস্য সচিব মাহামুদুন চৌধুরী জনি।
প্রীতি ফুটবল ম্যাচের নির্ধারিত সময়ের মধ্যে উভয় দল গোল দিতে না পারায় খেলা ট্রাইবেকারে পর্যন্ত গড়ায়। তবে শেষ পর্যন্ত মোংলা কাস্টমস এজেন্টস এসোসিয়েশন জয়লাভ করে।