রবিবার, ১৯ অক্টোবর ২০২৫
প্রকাশিত: বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৫, ২০২৫
এসএম শামীম দিঘলিয়া প্রতিনিধি : দীর্ঘ ১৬ বছরের প্রতীক্ষার অবসান! বিপুল উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো খুলনার দিঘলিয়া উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে দিঘলিয়া উপজেলা চৌরাস্তা মোড়ে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। ২০০৯ সালের পর এটাই প্রথম সম্মেলন হওয়ায় স্থানীয় নেতাকর্মীদের মধ্যে এক নতুন প্রাণের সঞ্চার ঘটেছে।
সম্মেলনকে ঘিরে দুপুর থেকেই উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের হাজারো নেতাকর্মী মিছিল-শোভাযাত্রা নিয়ে সমাবেশস্থলে উপস্থিত হন। দিঘলিয়ার হাট-বাজার, চা দোকান থেকে গ্রামগঞ্জে গত কয়েকদিন ধরে এই সম্মেলন নিয়ে ছিল সম্মেলনে প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ডু। সম্মেলন উদ্বোধন করেন খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মোঃ মনিরুজ্জামান মন্টু। এছাড়াও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মোমরেজুল ইসলাম, খাঁন জুলফিকার আলী জুলু, মোল্লা খায়রুল ইসলাম, অধ্যাপক মনিরুল হক বাবুল, এনামুল হক সজল, জেলা কমিটির সদস্য শরীফ ইকবাল হোসেনসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
দুপুর আড়াইটায় পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে প্রথম অধিবেশন শুরু হয়। এরপর জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত ও দলীয় সংগীত পরিবেশনের মাধ্যমে সম্মেলনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।বিকাল সাড়ে ৫টা থেকে দ্বিতীয় অধিবেশনে অনুষ্ঠিত হয় কাউন্সিল অধিবেশন এবং ভোটগ্রহণ। এই নির্বাচনে মোট ২৮৪ জন ভোটারের মধ্যে ২৭৮ জন কাউন্সিলর তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। অ্যাডভোকেট চৌধুরী আব্দুস সবুরের নেতৃত্বে ৭ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিল। দীর্ঘ ১৬ বছর পর অনুষ্ঠিত এই নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে জয়ী হয়ে দিঘলিয়া উপজেলা বিএনপির নতুন কমিটি গঠিত হয়:সভাপতি: আনারস প্রতীকে এম. সাইফুর রহমান মিন্টু (২৪৮ ভোট)নিকটতম প্রতিদ্বন্দ্বী ডাঃ হাফিজুর রহমান (ছাতা প্রতীকে) পান ২২ ভোট।সাধারণ সম্পাদক: তালা প্রতীকে আব্দুল রকিব মল্লিক (২৪০ ভোট)নিকটতম প্রতিদ্বন্দ্বী কামরুল মল্লিক (টিউবয়েল প্রতীকে) পান ৮ ভোট।সাংগঠনিক সম্পাদক: সিলিং ফ্যান প্রতীকে মোল্লা নাজমুল হক (১৬০ ভোট) এবং দেয়াল ঘড়ি প্রতীকে মোল্লা মনিরুজ্জামান (১১৯ ভোট) নির্বাচিত হন।
দীর্ঘ প্রতীক্ষার পর অনুষ্ঠিত এই সম্মেলন ঘিরে নেতাকর্মীরা উজ্জীবিত। তাদের প্রত্যাশা, এই নতুন ও গতিশীল নেতৃত্বের মাধ্যমে দিঘলিয়া উপজেলা বিএনপি আরও সুসংগঠিত হবে এবং আগামী দিনের রাজনৈতিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।