বুধবার, ২৩ জুলাই ২০২৫
প্রকাশিত: মঙ্গলবার, জুলাই ২২, ২০২৫
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ঘটে যাওয়া ভয়াবহ বিমান দুর্ঘটনায় হতাহতদের স্মরণে খুলনা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে খুলনা জেলা স্টেডিয়ামের হলরুমে দুর্ঘটনায় নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত এবং আহতদের আশু সুস্থতা কামনায় এ কর্মসূচি পালন করা হয়। খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নূরুল হাই মোহাম্মদ আনাছের সভাপতিত্বে ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মোঃ আলিমুজ্জামানের পরিচালনায় উপস্থিত ছিলেন, জেলা ক্রীড়া সংস্থার সদস্য শাহ আসিফ হোসেন রিংকু, এস এম জাকির হোসেন, মোল্যা খায়রুল ইসলাম, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, এম সাইফুল ইসলামসহ জুলাই যোদ্ধাবৃন্দ।