মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
প্রকাশিত: রবিবার, জুলাই ১৩, ২০২৫
খুলনার ৪ নম্বর ঘাট এলাকা থেকে সুশান্ত কুমার মজুমদার নামে এক খাদ্য পরিদর্শককে অপহরণের অভিযোগ উঠেছে। রোববার (১৩ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে তাকে মারধর করে একটি ট্রলারে তুলে রূপসা নদীর দিকে নিয়ে যায় পাঁচ ব্যক্তি।
অভিযোগে বলা হয়েছে, অভিযুক্তদের মধ্যে রেজা ও বাবু মণ্ডলের নাম জানা গেছে। তারা আরও তিনজনকে নিয়ে সুশান্তকে হ্যান্ডকাপ পরিয়ে পুলিশ পরিচয়ে তুলে নিয়ে যায়। এরপর থেকে তার ব্যবহৃত দুটি মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে।
ঘটনার পরপরই ভুক্তভোগীর স্ত্রী মাধবী রানী মজুমদার খুলনা সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
খুলনা সদর থানার ওসি হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম বলেন, “চাঁদার জন্য অপহরণ করা হয়েছে। অভিযুক্তরা পুলিশের লোক নয়। উদ্ধার অভিযান চলছে।”
এদিকে অপহরণের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে স্থানীয়দের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে। সবাই দ্রুত অপহৃত কর্মকর্তার সন্ধান দাবি করছেন।
উল্লেখ্য, সুশান্ত কুমার মজুমদার ৪ নম্বর ঘাট এলাকার দায়িত্বপ্রাপ্ত খাদ্য পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন।