মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
প্রকাশিত: সোমবার, জুন ২৩, ২০২৫
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) মাসিক অপরাধ পর্যালোচনা সভা সোমবার (২৩ জুন) সকালে নগরীর বয়রাস্থ পুলিশ লাইন্স লাউঞ্জ-২ এ অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন কেএমপি কমিশনার মোঃ জুলফিকার আলী হায়দার। অপরাধ পর্যালোচনা সভা সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) আবু রায়হান মোহাম্মদ সালেহ।
সভায় মে ২০২৫ মাসে নগরীর বিভিন্ন থানা এলাকায় সংঘটিত মাদক ও অস্ত্র উদ্ধার, চুরি, ডাকাতি, ছিনতাই, কিশোর গ্যাং, হত্যা ইত্যাদি অপরাধের পরিসংখ্যান ও তদন্ত অগ্রগতি পর্যালোচনা করা হয়। এছাড়া গ্রেফতার হওয়া সন্ত্রাসীদের সহযোগীদের অবস্থান শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় পুলিশ কমিশনার খুলনা মহানগরীর আইন-শৃঙ্খলা রক্ষায় দিবারাত্রি অক্লান্ত পরিশ্রম ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করায় বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের পুরস্কৃত করেন। একই সঙ্গে তিনি ফৌজদারি অপরাধ ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি প্রতিরোধে তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে এবং আধুনিক কৌশল গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেন। সভায় কেএমপি’র বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।