সোমবার, ২১ এপ্রিল ২০২৫

খুলনায় ১ মিনিট প্রতীকী ‘ব্ল্যাকআউট’

প্রকাশিত: মঙ্গলবার, মার্চ ২৫, ২০২৫

২৫ মার্চ গণহত্যা দিবসের স্মরণে খুলনায় এক মিনিট অন্ধকারে (ব্ল্যাক আউট) কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার রাত ১০টা ৩০ মিনিট থেকে ১০টা ৩১ মিনিট ‘ব্ল্যাক আউট’ ছিলো নগরীর কয়েকটি এলাকা। গুরুত্বপূর্ণ ও জরুরি এলাকা বিবেচনায় সব এলাকা ব্ল্যাক আউট করা হয়নি। নগরীর কেডি ঘোষ রোড, সিটি কর্পোরেশন, হাদিস পার্ক, জেলা প্রশাসকের কার্যালয়সহ লোহার যশোর রোডের আশপাশের এলাকায় এক মিনিট বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়।

১৯৭১ সালের ২৫ মার্চের রাতটি ছিল ভয়াবহতম একটি রাত। মানব ইতিহাসের জঘন্যতম গণহত্যায় সেই কালরাতে বর্বর পাকিস্তানি বাহিনী মেতেছিল উল্লাসে। ঢাকা শহর হয়েছিল ধ্বংসস্তূপ।

অপারেশন সার্চলাইট’ নামে পাকিস্তানি সেনাবাহিনী পরিচালিত পরিকল্পিত গণহত্যার মাধ্যমে ১৯৭১ সালের ২৫ মার্চে বাঙালির জাতীয়তাবাদী, স্বাধিকার আন্দোলনকে সশস্ত্র হামলার মাধ্যমে দমন করতে চেয়েছিল তারা।

আরো পড়ুন