সোমবার, ২১ এপ্রিল ২০২৫
প্রকাশিত: শুক্রবার, মার্চ ২১, ২০২৫
নাটোরের গুরুদাসপুরে যাত্রীবাহী বাস ও সিমেন্টবোঝাই ট্রাকের সংঘর্ষে আল মামুন নামে এক সেনা সদস্য নিহত হয়েছেন। এ সময় অন্তত আরও ৫ জন আহত হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের কাছিকাটা ১০ নম্বর ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা হয়।
নিহত আল মামুন নাটোর সদর উপজেলার বড়বাড়িয়া লক্ষ্মীপুর গ্রামের মৃত ওছিম উদ্দিনের ছেলে। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
নাটোরের বনপাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন ও স্থানীয়রা জানায়, নাটোর থেকে ঢাকাগামী আরপি পরিবহনের একটি যাত্রীবাহী বাস বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের কাছিকাটা ১০ নম্বর ব্রিজ এলাকায় পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা সিমেন্ট বোঝাই একটি ট্রাকের সংঘর্ষ বাঁধে। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় সেনা সদস্য আল–মামুনের।
এ ঘটনায় আহত অন্তত ৫ জনকে উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক জব্দ করে।
ওসি ইসমাইল হোসেন বলেন, ‘দুর্ঘটনার পর ট্রাকের চালক ও হেলপার পালিয়ে যায়। নিহতের মরদেহ উদ্ধার করে বনপাড়া হাইওয়ে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।’