রবিবার, ২০ এপ্রিল ২০২৫
প্রকাশিত: বৃহস্পতিবার, জানুয়ারী ১৬, ২০২৫
রংপুর রাইডার্স অধিনায়ক নুরুল হাসান সোহানের একটি ছক্কা গিয়ে লেগেছিল দুর্বার রাজশাহীর মালিকের স্ত্রীর শরীরে। সেই ঘটনায় তিনি আহত হন এবং চিকিৎসা নিতে যান থাইল্যান্ডে। এ কারণেই নাকি সময়মতো রাজশাহীর ক্রিকেটারদের পারিশ্রমিক দেওয়া যায়নি! নাহ, কোনো গালগল্প নয়; এই তথ্য জানিয়েছেন দলটির অপারেশন ইন-চার্জ জায়েদ আহমেদ।
গতকাল বুধবার হুট করেই জানা যায়, পারিশ্রমিক না পাওয়ায় অনুশীলন বর্জন করেছেন দুর্বার রাজশাহীর ক্রিকেটাররা। আজ বৃহস্পতিবারের মধ্যে টাকা বুঝে না পেলে তারা শুক্রবারের ম্যাচ বয়কটেরও হুমকি দিয়েছেন। তবে দিনভর নাটকের পর রাতে রাজশাহীর ওই কর্মকর্তা এসে দাবি করেন, এদিন নাকি অনুশীলনই ছিল না। ক্রিকেটারদের বিশ্রাম দেওয়া হয়েছিল।
তার ভাষায়, ‘অনুশীলন ও পারিশ্রমিকের বিষয়ে আমরা সারা দিন যে খবরগুলো দেখেছি, এটার সাথে আসলে (পারিশ্রমিক না পাওয়ার বিষয়) একদমই সম্পৃক্ত নয়। ক্রিকেটাররা বিশ্রাম চেয়েছিল বলেই ম্যানেজমেন্টের পক্ষ থেকে বিশ্রাম দেওয়া হয়। এটাই ছিল বিষয়। আমরা এরই মধ্যে প্রতিটি ক্রিকেটারকে টিম ম্যানেজমেন্ট থেকে প্রতিশ্রুতি দিয়েছি আগামীকাল অর্থাৎ ১৬ জানুয়ারি সবাইকে পারিশ্রমিক দেওয়া হবে। এটার সঙ্গে অনুশীলনের সম্পর্ক নেই।’