সোমবার, ২১ এপ্রিল ২০২৫

যশোরে ৫ ভাইকে একসঙ্গে পিটিয়ে জখম

প্রকাশিত: মঙ্গলবার, মার্চ ১১, ২০২৫

যশোরের শার্শায় কারণ ছাড়াই হামলা চালিয়ে একই পরিবারের পাঁচ ভাইকে পিটিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১১ মার্চ) সকালে উপজেলার রুদ্রপুরের হাড়িপোল পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- কুতুব আলী (৫৫), কিতাব আলী (৪৮), হানিফ আলী (৪০), আইয়ুব আলী (৩৫) ও টিংকু আলী (৩২)।

আহতদের মধ্যে আইয়ুব আলীর অবস্থা আশঙ্কাজনক থাকায় তাকে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় আহতদের স্বজনরা জানান, সকালে পাঁচ ভাই মাঠে কাজ করতে গেলে পরিকল্পিতভাবে সংঘবদ্ধ হয়ে একদল দুর্বৃত্ত তাদের ওপরে হামলা করে। এতে লাঠির আঘাতে আইয়ুব আলীর

আহত কিতাব আলী জানান, কোনো কারণ ছাড়াই দুর্বৃত্তরা আমাদের ৫ ভাইয়ের ওপর হামলা, মারপিট করেছে। এবং আমাদের  একটি মোটরসাইকেল ভাঙচুর করেছে  তারা।

এ বিষয়ে জানতে চাইলে শার্শা থানার ওসি কে এম রবিউল ইসলাম বলেন, এ বিষয়ে তার কিছু জানা নেই। থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ করলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

আরো পড়ুন