সোমবার, ২১ এপ্রিল ২০২৫
প্রকাশিত: বৃহস্পতিবার, মার্চ ৬, ২০২৫
কক্সবাজারের টেকনাফে বঙ্গোপসাগর থেকে ধরে নিয়ে যাওয়া ৫৬ জন জেলেকে ফেরত দিয়েছে মিয়ানমার। বুধবার (৫ মার্চ) রাতে ছেড়ে দেয়ার পর বৃহস্পতিবার (৬ মার্চ) সকালে টেকনাফে পৌঁছায় জেলেরা।
স্থানীয়রা জানান, সেন্টমার্টিন অদূরে বঙ্গোপসাগরে মাছ ধরার সময় বুধবার দিনের যেকোনো সময় অস্ত্রের মুখে জিম্মি করে নিয়ে যায় ৬টি ট্রলার। যেখানে মাঝিমাল্লা ছিলো ৫৬ জন। পরে বুধবার রাতেও জেলেরা ফেরত না আসায় বিষয়টি জানাজানি হয়। এরপর টেকনাফ উপজেলা প্রশাসনের তৎপরতায় তাদেরকে ফেরত আনার চেষ্টা করা হয়।
জেলেরা জানান, বুধবার শেষ রাতের দিকে তাদেরকে ছেড়ে দেয়া হয়। তবে তাদের ট্রলারের মাছগুলো নিয়ে নেয়া হয়। জেলেরা দাবী করেন, তাদেরকে ধরে নিয়ে গিয়েছিলো মিয়ানমারের নৌবাহিনী।