সোমবার, ২১ এপ্রিল ২০২৫
প্রকাশিত: রবিবার, মার্চ ২, ২০২৫
বরিশাল নগরীর কাউনিয়া হাউজিং এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে ধারাল অস্ত্রের কোপে একজন নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন। আজ রোববার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত মো. সুরুজ গাজী (৩৫) কাউনিয়া হাউজিং এলাকার কাঞ্চন গাজীর ছেলে। আহত নয়ন গাজী (৩২) কাউনিয়া হাউজিং এলাকার তসলিম গাজীর ছেলে।
জানা গেছে, ওই দুই ব্যক্তির সঙ্গে ব্যবসায়িক লেনদেনের জেরে স্থানীয় লোকজনের সাথে প্রথমে ঝগড়া ও পরে কোপাকুপি হয়। এ সময় উভয়কে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করা হয়।
পরে স্থানীয় লোকজন তাঁদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। আহত সুরুজ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু মারা যান। আহত নয়ন চিকিৎসাধীন। তাঁর অবস্থাও আশঙ্কাজনক।
কাউনিয়া থানার ওসি নাজমুল নিশাত বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ হাসপাতালে মর্গে রয়েছে।