সোমবার, ২১ এপ্রিল ২০২৫

নগরীর ময়লাপোতা সন্ধ্যা বাজার মনিটরিংয়ে জেলা প্রশাসন

প্রকাশিত: শুক্রবার, ফেব্রুয়ারী ২৮, ২০২৫

আসন্ন রমজান ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে খুলনা জেলা প্রশাসনের উদ্যোগে বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়েছে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারী) নগরীর ময়লাপোতা সন্ধ্যা বাজার এলাকায় এ বাজার মনিটরিং করা হয়।

খুলনা জেলা প্রশাসকের নির্দেশনায় এই অভিযান পরিচালনা করেন, অতিরিক্ত জেলা প্রশাসক নূরুল হাই মোহাম্মদ আনাছ। সাথে ছিলেন বাজার মনিটরিং টাস্কফোর্স কমিটির অন্যান্য সদস্যবৃন্দ ও আনসার বাহিনী।

এসময় বিভিন্ন দোকানে পণ্যের দাম, মান, মূল্য তালিকা, পণ্যের সরবরাহ ইত্যাদি বিষয়ে খোঁজখবর নেওয়া হয়। আসন্ন রমজান মাসে ভোক্তা সাধারণ যাতে কোনোভাবে প্রতারণার সম্মুখীন না হয় সেই বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়।

আরো পড়ুন