শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের বানিয়াজান স্পার(বাঁধ) এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
জানা গেছে, ভালোবাসা দিবসে প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে ওই ৪ বন্ধু যমুনা নদীতে সেলফি তোলার প্রতিযোগিতা করছিল। এই সময় তারা অসাবধানবশত নদীতে পড়ে যায়। স্থানীয়দের সহযোগিতায় তিন বন্ধু উদ্ধার হলেও একজন নিখোঁজ রয়েছেন।
নিখোঁজ শিক্ষার্থীর নাম জুনায়েদ রহমান (১৮)। তিনি বগুড়ার শেরপুর শহরের টাউন কলোনির জাহিদুল ইসলামের ছেলে। উদ্ধার হওয়া তিন বন্ধু হলেন- মাফিজ ইকবাল (১৮), সোয়েব আহম্মেদ (১৮) এবং অওফি হাসান (১৮)। তারা সুস্থ রয়েছেন।