সোমবার, ২১ এপ্রিল ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ায় বিয়েবাড়িতে সংঘর্ষ, প্রাণ গেলো শিশুর

প্রকাশিত: শুক্রবার, ফেব্রুয়ারী ১৪, ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ায় বিয়ে বাড়িতে গান-বাজনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। সময় বল্লমের আঘাতে এক শিশু মারা গেছে।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাতে জেলার বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নের আতকাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শিশুটির নাম ময়না (১২)। সে ওই গ্রামের ফারুক মিয়ার মেয়ে। 

বিজয়নগর থানার অফিসার ইনচার্জ রওশন আলী জানান, ওই গ্রামে একটি বিয়ে উপলক্ষে গান-বাজনার আয়োজন করা হয়। পাশের চাউরাখলা গ্রামের ছেলেরা গান শুনতে এলে তাদের সঙ্গে হাতাহাতির ঘটনা ঘটে। এ নিয়ে মেয়ে পক্ষের হোসেন মিয়ার কাছে বিচার চাইতে গেলে তিনি এক ছেলেকে থাপ্পড় দেন। পরে দলবল নিয়ে এসে সংঘর্ষে জড়ায় গ্রামের বেলাল ও হোসেন মিয়ার গোষ্ঠীর লোকজন। 

তিনি জানান, এসময় বল্লমের আঘাতে ময়না নামের ওই শিশু গুরুতর আহত হয়। তাকে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক  মৃত ঘোষণা করেন। 

আরো পড়ুন