সোমবার, ২১ এপ্রিল ২০২৫
প্রকাশিত: মঙ্গলবার, ফেব্রুয়ারী ১১, ২০২৫
জানা যায় ১১/০২/২৫খ্রি:-তারিখ:-অনুমান:-০৭ঃ৩০ ঘটিকায় খুলনা মহানগরীর আড়ংঘাটা থানাধীন লতা বাইপাস রোডে তপন (৫৫)
পিতাঃ-মৃতঃ-ধীরেন সানা সাংঃ-মধুর গ্রাম
থানাঃ-ডুমুরিয়া জেলাঃ-খুলনা তিনি একজন মুড়ি বিক্রেতা। সাইকেল যোগে মুড়ি নিয়ে রাস্তার সাইড দিয়ে যাওয়ার সময় পেছন থেকে ছুটি আসা দ্রুতগামী একটি ট্রাক লোকটিকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে তিনি মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে রাস্তায় লুটিয়ে পড়ে।পরবর্তীতে স্থানীয় লোকজন লোকটিকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে চিকিৎসার জন্য ০৮ঃ০৫ ঘটিকায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে।জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা শেষে ০৮ঃ১০ ঘটিকায় তাকে মৃত (ব্রডডেড) ঘোষণা করেন বলে প্রাথমিকভাবে জানা যায় ।বর্তমানে মৃতদেহটি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আছে।