সোমবার, ২১ এপ্রিল ২০২৫
প্রকাশিত: সোমবার, ফেব্রুয়ারী ৩, ২০২৫
ভারতের পশ্চিমবঙ্গের হাওড়ার সাঁকরাইলে চাঞ্চল্যকর এক ঘটনায় স্ত্রীর অনুরোধে কিডনি বিক্রি করেছিলেন এক ব্যক্তি। কিন্তু কিডনি বিক্রির ১০ লাখ রুপি নিয়ে সেই স্ত্রী পরকীয়া প্রেমিকের সঙ্গে পালিয়ে গেছেন।
ভুক্তভোগী পিন্টু বেজ (৩৯) তার স্ত্রী সুপর্ণ বেজের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা করেছেন। জানা গেছে, দীর্ঘদিন ধরেই পরিবারে আর্থিক অনটন চলছিল। স্ত্রী তাকে কিডনি বিক্রি করতে উৎসাহিত করেন, যাতে মেয়ের পড়াশোনা ও বিয়ের খরচ মেটানো যায়। এক বছর ধরে খোঁজাখুঁজির পর তিন মাস আগে ১০ লাখ রুপিতে কিডনি বিক্রি করেন পিন্টু।
তবে টাকা হাতে পাওয়ার পর সুপর্ণ ফেসবুকে পরিচিত এক ব্যক্তির সঙ্গে পালিয়ে যান। স্বামী পিন্টু পুলিশে অভিযোগ দায়ের করলে তাদের অবস্থান শনাক্ত করা হয়। কিন্তু স্ত্রী সাফ জানিয়ে দেন, তিনি স্বেচ্ছায় প্রেমিকের সঙ্গে আছেন এবং স্বামীকে ডিভোর্স দিতে চান।
এ ঘটনায় আর্থিক ও মানসিকভাবে বিপর্যস্ত পিন্টু আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন।
সূত্র: দ্য হিন্দুস্তান টাইমস, টিভিনাইন