সোমবার, ২১ এপ্রিল ২০২৫
প্রকাশিত: শনিবার, ফেব্রুয়ারী ১, ২০২৫
ভারতের মহারাষ্ট্রে এক নারীর গর্ভে থাকা শিশুর শরীরে আরও একটি ভ্রূণের সন্ধান পাওয়া গেছে। সম্প্রতি ওই নারী সোনোগ্রাফি করানোর জন্য হাসপাতালে যান। তখন চিকিৎসকরা এ বিষয়টি লক্ষ্য করেন।
তবে চিকিৎসকরা জানিয়েছেন, ওই নারীর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।
জানা যায়, ৩২ বছরের ওই নারী তার গর্ভাবস্থার অষ্টম মাসে সোনোগ্রাফি করাতে গত বুধবার হাসপাতালে যান। তখন পরীক্ষা করে জানা যায়, ওই নারীর গর্ভে যেমন একটি শিশু রয়েছে, তেমনই ওই শিশুর গর্ভেও একটি ভ্রূণ রয়েছে। বিষয়টি সম্পর্কে নিশ্চিত হতে চিকিৎসক এবং বিশেষজ্ঞদের একটি টিম আরও একবার সোনোগ্রাফি করেন। তখনও গর্ভে থাকা শিশুটির গর্ভে একটি ভ্রূণ স্পষ্টভাবে দেখা যাচ্ছিল।
হাসপাতালের এক শল্যচিকিৎসক (সিভিল সার্জন) বলেছেন, সোনোগ্রাফি পরীক্ষার পর দেখা যায়, ওই নারীর গর্ভে একটি শিশু রয়েছে এবং শিশুটির গর্ভে আরও এক শিশু রয়েছে। তবে একে ঠিক শিশু বলা যাবে না, কারণ এটি ফিটাল মাস। এক অর্থে বলতে গেলে, এটি একটি মাংসের পিণ্ড।