সোমবার, ২০ অক্টোবর ২০২৫

“ডিমে আছে প্রোটিন, খেতে হবে প্রতিদিন” প্রতিপাদ্যে খুলনায় বিশ্ব ডিম দিবস-২০২৫ উদযাপন

প্রকাশিত: শুক্রবার, অক্টোবর ১০, ২০২৫

“ডিমে আছে প্রোটিন, খেতে হবে প্রতিদিন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনা বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরে জাঁকজমক পূর্ণভাবে উদযাপিত হলো বিশ্ব ডিম দিবস-২০২৫।

আজ শুক্রবার (১০ অক্টোবর) দিবসটি উপলক্ষ্যে খুলনা বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের ক্যাম্পাসে একটি বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

সকাল ঠিক ১০.০০ টায় বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের সামনে থেকে শুরু হয় র‍্যালিটি। বিভিন্ন ব্যানার ও ফেস্টুন হাতে এতে অংশ নেন সরকারি কর্মকর্তা, কর্মচারী, খামারি এবং সাধারণ মানুষ।

র‍্যালী শেষে১০.৩০টায় দপ্তরটির সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। খুলনা বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের পরিচালক ডা. মো: গোলাম হায়দার এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো: হোসাইন সওকত।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে ডিমের পুষ্টিগুণ ও গুরুত্ব তুলে ধরে বলেন যে, সুস্থ ও মেধাবী জাতি গঠনে প্রতিদিন ডিম খাওয়া অপরিহার্য।

সভাপতির বক্তব্যে ডা. মো: গোলাম হায়দার ডিম উৎপাদনে খামারিদের ভূমিকা এবং নিরাপদ ডিমের বাজার নিশ্চিত করার উপর গুরুত্বারোপ করেন।

দিবসটি উদযাপনের অংশ হিসেবে বেলা ১২.৩০ টায় এক বিশেষ কর্মসূচি হাতে নেওয়া হয়। এ সময় মদিনা নগর কওমিয়া মাদরাসা এতিমখানা ও লিল্লাহ বোর্ডিং, মদিনা নগর, জিরোপয়েন্ট, খুলনার মাদ্রাসার ছাত্রদের ডিম খাওয়ানো হয়।

আরো পড়ুন