সোমবার, ২০ অক্টোবর ২০২৫

তারেক রহমান ৫৬ হাজার বর্গমাইলকে ঐক্যবদ্ধ করার ঘোষনা করেছেন : সাইফ মাহমুদ জুয়েল

প্রকাশিত: মঙ্গলবার, সেপ্টেম্বর ৩০, ২০২৫

জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও বানারীপাড়া ও উজিরপুর উপজেলা নিয়ে গঠিত বরিশাল ২ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাইফ মাহমুদ জুয়েল বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৫৬ হাজার বর্গমাইলকে ঐক্যবদ্ধ করার আহবান জানিয়েছেন, ঘোষনা করেছেন। তার একজন কর্মী হিসেবে আমি মনে করি সকল বিভাজনকে জয় করে আমরা ঐক্যবদ্ধ করে ধানের শীষের প্রশ্নে আমরা সবাই ঐক্যবদ্ধ হবো, জাতীয়তাবাদের প্রশ্নে আমরা সবাই ঐক্যবদ্ধ হবো। দেশপ্রেমের প্রশ্নে আমরা সবাই ঐক্যবদ্ধ হবো।

মঙ্গলবার দুপুরে বরিশালের বানারীপাড়ায় গনসংযোগ কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। পরে বানারীপাড়ার বিশারকান্দী এলাকায় জনসভা করেন।

সাইফ মাহমুদ জুয়েল বলেন, ২৪ সালের নির্বাচন ছিল এক দলীয় নির্বাচন ডামি নির্বাচন। তার আগে ১৮ সালের নির্বাচন ছিল নৈশ ভোটের নির্বাচন। সেখানে বিএনপি মনোনীত প্রার্থীর জন্য ১ মাস ধরে পরিশ্রম করেছি সহযোদ্ধাদের সাথে নিয়ে। তৎকালীন স্বৈরাচারদের রোশানলে পড়ে আমি ২ টি মামলার আসামী হয়েছি এই উজিরপুর বানারীপাড়ায়। সেই সময়ে বিএনপি মনোনীত প্রার্থীর পক্ষে আমি কাজ করেছি মানেই আমি ধানের শীষের প্রার্থীর পক্ষে কাজ করেছি। আমি দলের প্রতি দৃড় প্রতিজ্ঞ। যাকে দল মনোনয়ন দিবে তার পক্ষে আমি ভূমিকা পালন করবো। বিএনপির মনোনীত প্রার্থী যেই হোক তিনি বরিশাল ২ আসনে নির্বাচিত হবেন ইনশাআল্লাহ। এ সময় তরুনদের দল বিবেচনা করবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এর আগে ঢাকা থেকে নিজ সংসদীয় আসনে ফেরার পথে বরিশালের গৌরনদী এলাকা থেকে জুয়েলকে শতাধিক মোটরসাইকেল ও শতাধিক গাড়িবহর নিয়ে বরন করেন বিএনপি নেতাকর্মী ও দলীয় সমর্থকরা। এ সময় তাকে পথে পথে ফুল দিয়ে শুভেচ্ছা জানান দলটির সিনিয়র নেতাসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী। তাকে স্বাগত জানাতে আসা নেতা-কর্মীদের হাতে বাংলাদেশের জাতীয় পতাকা ও বিএনপির দলীয় পতাকা ছিল। পরে জুয়েলের গনযোগ ও জনসভায় অংশগ্রহণ করেন নেতারা।

বিএনপির নেতারা বলছেন, জুয়েলকে স্বাগত জানাতে যেভাবে নেতা-কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নেমেছেন, জুয়েলের প্রতি তাদের আস্থার প্রমাণ। এ সময় বরিশাল ২ আসনে যেন তরুন নেতাদের বিএনপি মনোনয়ন দেয়া হয় সেই আশা ব্যাক্ত করেন নেতাকর্মীরা।

আরো পড়ুন