সোমবার, ২০ অক্টোবর ২০২৫

১২ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ফায়ার সার্ভিস মোড়ে পরিচ্ছন্নতা অভিযান

প্রকাশিত: শুক্রবার, সেপ্টেম্বর ২৬, ২০২৫

আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল-এর নির্দেশে আজ (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় ফায়ার সার্ভিস মোড়ে ১২ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে একটি ব্যাপক পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। জনস্বাস্থ্য রক্ষা এবং পরিবেশকে পরিচ্ছন্ন রাখার লক্ষ্য নিয়ে দলের নেতাকর্মীরা এই কার্যক্রমে অংশ নেন।

এ সময় উপস্থিত ছিলেন খালিশপুর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ বেলাল হোসেন সুমন, যুগ্ম আহ্বায়ক কুতুবউদ্দিন আনসারী রাজু, এবং ১২ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব মোঃ নবাব হোসেন, সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ ফজলুল করিম নাহিদ ও শাহিদ হোসেন কালু সহ অন্যান্য নেতৃবৃন্দ।

পরিচ্ছন্নতা অভিযান চলাকালীন খালিশপুর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ বেলাল হোসেন সুমন বলেন, “আমাদেরকে মানুষের জন্য কাজ করতে হবে। জনগণের পাশে দাঁড়ানোই স্বেচ্ছাসেবক দলের মূল লক্ষ্য।”

যুগ্ম আহ্বায়ক কুতুবউদ্দিন আনসারী রাজু এই উদ্যোগের প্রশংসা করে বলেন, “আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল ভাইয়ের নির্দেশনায় আমরা সর্বদা জনকল্যাণমূলক কাজ করে যেতে বদ্ধপরিকর। পরিচ্ছন্নতা বজায় রাখার মাধ্যমে আমরা এলাকার মানুষের স্বাস্থ্য সুরক্ষায় ভূমিকা রাখতে চাই।”

এছাড়া, ১২ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব মোঃ নবাব হোসেন বলেন, “এই ধরনের কাজ আমাদের সামাজিক দায়বদ্ধতার অংশ। আমরা আশা করি, এলাকার সাধারণ মানুষও পরিচ্ছন্নতা বজায় রাখতে সচেতন হবেন এবং আমাদের এই অভিযানকে সফল করতে সহায়তা করবেন।”

নেতৃবৃন্দ উল্লেখ করেন, ভবিষ্যতে এই ধরনের জনসেবামূলক কাজ আরও বিস্তৃত পরিসরে পরিচালনা করা হবে।

আরো পড়ুন