সোমবার, ২০ অক্টোবর ২০২৫

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মাজু ও শিমুলকে বিএনপি’র সকল পদ থেকে অব্যাহতি

প্রকাশিত: বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৫, ২০২৫

দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কার্যক্রমে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে খুলনা মহানগর বিএনপি’র ১০ নং ওয়ার্ড এবং ১২ নং ওয়ার্ডের দুই নেতাকে তাদের সকল পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

অব্যাহতিপ্রাপ্তরা হলেন—১০ নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক মাহফিজুর রহমান মাজু এবং ১২ নং ওয়ার্ড বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান শিমুল।

আজ বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, মহানগর বিএনপি’র পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই দুই নেতার বিরুদ্ধে আনা অভিযোগের তদন্তের স্বার্থেই তাদেরকে সাময়িকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তদন্ত শেষে দল তাদের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে।

আরো পড়ুন