সোমবার, ২০ অক্টোবর ২০২৫

দিঘলিয়া প্রেসক্লাবের দপ্তর সম্পাদক আশরাফ হোসেনের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর পোষ্টের নিন্দা বিবৃতি

প্রকাশিত: বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৫, ২০২৫

দিঘলিয়া প্রতিনিধিঃ

দিঘলিয়া প্রেসক্লাবের দপ্তর সম্পাদক আশরাফ হোসেনের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর পোষ্টের তীব্র নিন্দা

ও প্রতিবাদ জানিয়েছেন দিঘলিয়া প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

এ বিষয়ে সংশ্লিষ্ট থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন আশরাফ হোসেন। অভিযোগে তিনি উল্লেখ করেন , সাংবাদিকতা পেশার পাশাপাশি তিনি ব্যবসার সাথে জড়িত রয়েছেন। তাকে সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করা , তাকে ও তার পরিবারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য মোঃ সজিবুল ইসলাম খাঁন কুরুচিপূর্ণ ও আপত্তিকর ভাষা ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় পোষ্ট করেছে এ ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনার জন্য আইন-শৃঙ্খলা বাহিনীর সহযোগীতা কামনা  করে সংশ্লিষ্ট থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন আশরাফ হোসেন।

ভবিষ্যতে এধরনের কর্মকান্ড থেকে সকলকে বিরত থাকার  আহ্বান জানিয়ে প্রেসক্লাব নেতৃবৃন্দ বিবৃতি দিয়েছেন,

দিঘলিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ শহিদুল ইসলাম, (ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক) মোঃ জামাল হোসেন, নির্বাহী সদস্য এম ফরহাদ কাদির, এস এম রফিকুল ইসলাম বাবু, মোঃ শামীম হক, এস এম হাবিবুর রহমান তারেক, সিনিয়র সহ সভাপতি গাজী জামসেদুল ইসলাম সৌরভ, সহ সভাপতি ইন্জিনিয়ার এস এম ওয়াহিদ মুরাদ, যুগ্ম সাধারণ সম্পাদক কে এম আসাদুজ্জামান, সহ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম, কোষাধ্যক্ষ ওয়াছিক উল্লাহ হোসাইনী রাজিব, দপ্তর সম্পাদক মোঃ আশরাফ হোসেন, প্রচার সম্পাদক মোঃ সালাহ উদ্দিন মোল্যা, তথ্য ও প্রযুক্তি সম্পাদক তৌহিদুল ইসলাম রূপম, ক্রীড়া সম্পাদক মোঃ রানা মোল্লা, কার্যকরী সদস্য আরিফুল ইসলাম হাসান, এস এম শামীম, সদস্য মল্লিক মোকছেদুর রহমান খোকন, মোঃ হাবিবুর রহমান মল্লিক, অধ্যাপক মোঃ লোকমান হোসেন, এস এম মেহেদী হাসান, কিশোর কুমার দে, এস এম শামীম ২, শেখ রুবেল, রাজু আহমেদ প্রমূখ।

আরো পড়ুন