সোমবার, ২০ অক্টোবর ২০২৫

বাগদান সারলেন এনসিপি নেতা হান্নান মাসউদ

প্রকাশিত: শনিবার, সেপ্টেম্বর ২০, ২০২৫

জীবনের নতুন এক অধ্যায়ে পা দিতে চলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য আবদুল হান্নান মাসউদ। এ নেতা অনেকটা ‘চুপিসারে’ সেরে ফেলেছেন বাগদান। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) সাবেক নেত্রী শ্যামলী সুলতানা জেদনীর সঙ্গে তার এ বাগদান হয়।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীর কামরাঙ্গীরচরে জেদনীদের বাসায় দুই পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে মাসউদ-শ্যামলী সুলতানা জেদনী বাগদান সম্পন্ন হয়েছে।

পরে শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে বাগদানের বিষয়টি জানিয়েছেন হান্নান মাসউদ।

জানা গেছে, হান্নান মাসউদ শুক্রবার সৌদি আরবে গেছেন। সেখানে তিনি এক সপ্তাহের বেশি অবস্থান করবেন। পরে পবিত্র ওমরা করবেন এবং দলীয় কর্মসূচিতে অংশ নেবেন।

জানা যায়, পাত্রী শ্যামলী সুলতানা জেদনী বাড়ি লক্ষ্মীপুর। গত ২৮ ফেব্রুয়ারি বাগছাস থেকে পদত্যাগ করেন শ্যামলী সুলতানা জেদনী।

আরো পড়ুন