সোমবার, ২০ অক্টোবর ২০২৫

খুলনার ৭নং ঘাটে দর্শনার্থীদের বসার স্থান দখল করে রেস্টুরেন্ট ব্যবসা

প্রকাশিত: শনিবার, সেপ্টেম্বর ২০, ২০২৫

খুলনা নগরীর ৭নং ঘাট এলাকায় সিটি করপোরেশনের তৈরি করা বসার স্থানগুলো দখল করে নিয়েছে স্থানীয় কিছু রেস্টুরেন্ট ব্যবসায়ী। অভিযোগ রয়েছে, এসব রেস্টুরেন্ট কর্তৃপক্ষ বেঞ্চ ও বসার আসনগুলোকে টেবিলে রূপান্তর করে নিজেদের ব্যবসায়িক কাজে ব্যবহার করছে। ফলে বিনোদনের জন্য ঘাটে আসা সাধারণ দর্শনার্থীরা চরম ভোগান্তিতে পড়ছেন।

দর্শনার্থীরা অভিযোগ করেছেন, বসার আসনগুলোকে রেস্টুরেন্ট কর্তৃপক্ষ টেবিলে রূপান্তর করে ব্যবসায়িক কাজে ব্যবহার করছে। কেউ ঘাটে বসতে চাইলে তাকে বাধ্য হয়ে ওইসব রেস্টুরেন্ট থেকে খাবার কিনতে হচ্ছে। শুধু তাই নয়, খাবার কিনলেও পরিবেশনে দেরি হলে কর্মচারীরা এসে তাড়াহুড়া করে খেতে বলে এবং দ্রুত সরে যেতে বাধ্য করেন। এতে পরিবার-পরিজন নিয়ে আসা অনেক মানুষ অস্বস্তিকর পরিস্থিতির সম্মুখীন হচ্ছেন।

সচেতন মহলের দাবি, সিটি করপোরেশনের তৈরি করা এসব পাবলিক স্পেস শুধু ব্যবসায়ীদের জন্য নয়, সাধারণ নাগরিকদের অবসর কাটানোর জন্য উন্মুক্ত রাখা উচিত। দ্রুত এ বিষয়ে প্রশাসনের নজরদারি ও কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন তারা।

আরো পড়ুন