সোমবার, ২০ অক্টোবর ২০২৫

খুলনার খালিশপুরে মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলা-গুলি

প্রকাশিত: শুক্রবার, সেপ্টেম্বর ১৯, ২০২৫

খুলনা মহানগরীর খালিশপুরে আধিপত্য বিস্তার ও মাদক ব্যবসাকে কেন্দ্র করে প্রতিপক্ষকে লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। তবে সৌভাগ্যবশত এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ঘটনাটি ঘটেছে  শুক্রবার  (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে খালিশপুর থানাধীন নিউজপ্রিন্ট গেট সংলগ্ন বিআইডিসি রোড এলাকায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পোড়া মসজিদ রেল লাইন এলাকার বাসিন্দা মাসুম (৩৫), পিতা ফজলু, ওই সময় রাস্তা দিয়ে যাওয়ার সময় তাকে লক্ষ্য করে মাদক ব্যবসায়ী ও একাধিক মামলার আসামি পেস্টিং মামুন (২৫) খালিশপুর গুলি ছোড়ে। পরে সে দ্রুত ইজিবাইকে চড়ে সটকে পড়ে।

এসময় গুলিটি কারো গায়ে না লাগায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। ঘটনাস্থল থেকে একটি তাজা গুলি উদ্ধার করেছে পুলিশ। তবে ফায়ার করা গুলির খোসা পাওয়া যায়নি।

উল্লেখযোগ্য বিষয় হলো, গুলিবর্ষণের শিকার মাসুম আসামি পেস্টিং মামুনের বোন জামাই।

খবর পেয়ে খালিশপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

আরো পড়ুন