সোমবার, ২০ অক্টোবর ২০২৫
প্রকাশিত: শুক্রবার, সেপ্টেম্বর ১৯, ২০২৫
খুলনা মহানগরীর বাগমারায় পারিবারিক কলহের জেরে ছোট ভাইয়ের দায়ের কোপে বড় ভাই গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর ২০২৫) সকাল আনুমানিক ১১টা ২০ মিনিটে খুলনা থানাধীন বাগমারা চেয়ারম্যান বাড়ির মোড়ে এ ঘটনা ঘটে। আহত শাহাদাত হোসেন দিপ (৩২), পিতা মোজাফফর, স্থানীয় বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে শাহাদাতের ছোট ভাই মোঃ তাহাজ্জত হোসেন অপু (২৯) ধারালো দেশীয় অস্ত্র (দা) দিয়ে বড় ভাই শাহাদাতকে এলোপাতাড়ি কোপাতে থাকে। এতে তার দুই হাতের কব্জিতে রক্তাক্ত জখম হয়। ঘটনার পরপরই অভিযুক্ত ছোট ভাই পালিয়ে যায়।
আহত শাহাদাতকে দ্রুত উদ্ধার করে পরিবারের লোকজন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। দুপুর ১২টার দিকে তাকে সার্জারি বিভাগে ভর্তি করা হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় খুলনা থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।