সোমবার, ২০ অক্টোবর ২০২৫

খুলনায় মধ্য রাতে যুবককে কুপিয়ে হত্যা চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা

প্রকাশিত: শুক্রবার, সেপ্টেম্বর ১৯, ২০২৫

খুলনা মহানগরীর পুরাতন রেলস্টেশন এলাকার ফুলবাগিচার ভেতরে গতকাল বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) ভোররাতে (প্রায় ৩টা ২০ মিনিটে) প্রতিপক্ষের ধারালো চাপাতির আঘাতে গুরুতর জখম হয়েছেন মো. হাবিব শেখ (৩২)। তিনি সোনাডাঙ্গা থানার শেখপাড়া লোহা পট্টি এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রেলস্টেশন এলাকায় লোহা ও তামা চুরির ঘটনায় বৃহস্পতিবার সকালে হাবিব শেখ খুলনা রেলওয়ে পুলিশের কাছে কিছু মালামাল ধরিয়ে দেন। এসময় তিনি কাদের (৩২) ও শাকিল (৩০)-কে এ চুরির সঙ্গে জড়িত বলে পুলিশের কাছে স্বীকারোক্তি দেন। বিষয়টি নিয়ে সকালে তাদের মধ্যে তর্ক-বিতর্কও হয়।

এরই জেরে রাতে  কাদের ও শাকিল হঠাৎ হাবিব শেখের ওপর হামলা চালায়। তারা ধারালো চাপাতি দিয়ে হাবিবের দুই হাঁটু, মাথার ডান পাশ, বাম হাতের কব্জি ও ডান পায়ের গোড়ালিতে কুপিয়ে জখম করে পালিয়ে যায়।

পরবর্তীতে স্থানীয়রা তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি হাসপাতালের সার্জারি বিভাগে চিকিৎসাধীন আছেন।

আরো পড়ুন