সোমবার, ২০ অক্টোবর ২০২৫

খুলনার খালিশপুরে যুবদল নেতাকে কু-পি-য়ে জ-খ-ম করেছে দুর্বৃ-ত্তরা

প্রকাশিত: শুক্রবার, সেপ্টেম্বর ১২, ২০২৫

খুলনা মহানগরীর খালিশপুরে দুর্বৃত্তদের হামলায় যুবদল নেতা মোঃ মাসুদ হোসেন (৩৫) গুরুতর জখম হয়েছেন। শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাত ৯টা ৪৫ মিনিটের দিকে খালিশপুর থানাধীন নিউমার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।

আহত মাসুদ হোসেন খালিশপুরের ১১ নং ওয়ার্ড যুবদলের সাবেক আহ্বায়ক ও স্থানীয় বাসিন্দা। তিনি আব্দুল মান্নানের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, অজ্ঞাতনামা দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায়।

পরবর্তীতে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতি হলে রাত সাড়ে দশটার দিকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় স্থানান্তর করা হয়।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা সৃষ্টি হলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। খালিশপুর থানা পুলিশ জানিয়েছে, হামলার সাথে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরো পড়ুন