সোমবার, ২০ অক্টোবর ২০২৫

খুলনার রায়েরমহলে পারিবারিক কলহের জের এক গৃহবধূর আ-ত্ম-হ-ত্যা

প্রকাশিত: শনিবার, সেপ্টেম্বর ৬, ২০২৫

খুলনা মহানগরীর হরিণটানা থানাধীন রায়েরমহল মোল্লাপাড়া রোডে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। নিহতের নাম তানিয়া (২৬)। তিনি ওই এলাকার বায়জিদ বোস্তামী সাদের স্ত্রী।

শনিবার (০৬ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। পারিবারিক কলহের জের ধরে তানিয়া নিজ কক্ষে ফ্যানের হুকের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।

পরিবারের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে দুপুর ১টা ৫০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।

বর্তমানে তানিয়ার মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

আরো পড়ুন