সোমবার, ২০ অক্টোবর ২০২৫
প্রকাশিত: মঙ্গলবার, সেপ্টেম্বর ২, ২০২৫
আফ্রিকার দেশ সুদানের পশ্চিমাঞ্চলে ভূমিধসে মারারা পর্বতমালা এলাকার একটি গ্রাম ধ্বংস হয়ে গেছে। এতে অন্তত ১ হাজার মানুষ মারা গেছেন। বেঁচে আছেন গ্রামটির শুধু একজন বাসিন্দা।
আবদেলওয়াহিদ মোহাম্মদ নুরের নেতৃত্বাধীন দলটি এক বিবৃতিতে জানায়, কয়েকদিনের ভারি বৃষ্টিপাতের পর ৩১ আগস্ট ভূমিধস হয়।
দারফুর অঞ্চলে অবস্থিত এলাকাটির নিয়ন্ত্রণকারী এই আন্দোলনটি (দলটি) জাতিসংঘ এবং আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলোর কাছে নিহতদের মৃতদেহ উদ্ধারে সহায়তা করার জন্য আবেদন করেছে।
দলটি আরও জানিয়েছে, গ্রামটি এখন পুরোপুরি মাটির সাথে মিশে গেছে।
সুদানে ইতিমধ্যেই ভয়াবহ মানবিক সংকটের মধ্যে এই মর্মান্তিক ঘটনাটি ঘটল।
উত্তর দারফুর রাজ্যে সুদানী সেনাবাহিনী এবং আধাসামরিক র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) এর মধ্যে চলমান যুদ্ধ থেকে পালিয়ে বাসিন্দারা মারা পর্বতমালা অঞ্চলে আশ্রয় নিয়েছিলেন যেখানে খাদ্য ও ওষুধের অভাব রয়েছে।
দুই বছরের গৃহযুদ্ধের ফলে অর্ধেকেরও বেশি জনসংখ্যা ক্ষুধার সংকটের মুখোমুখি হয়েছেন এবং লক্ষ লক্ষ মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন। এছাড়া উত্তর দারফুর রাজ্যের রাজধানী আল-ফাশির আগুনে পুড়ে গেছে।