সোমবার, ২০ অক্টোবর ২০২৫
প্রকাশিত: শনিবার, আগস্ট ৩০, ২০২৫
ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শিবচরে ৪ বাসের সংঘর্ষ, আহত ২০
মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে চারটি বাসের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন অন্তত ২০ জন।
শনিবার সকাল সাড়ে ৯টার দিকে শিবচরের পাঁচ্চরে দুর্ঘটনার পর ঢাকামুখী লেনে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে বলে জানিয়েছেন শিবচর হাইওয়ে থানার ওসি জহিরুল ইসলাম।
ওসি জহিরুল বলেন, ফরিদপুর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস সকালে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পাঁচ্চরে পৌঁছালে নিয়ন্ত্রণ হারান চালক। এ সময় বাসটি সড়কের ডিভাইডারের উপরে উঠে যায়। এতে আহত হন বাসটির পাঁচ যাত্রী।
এ দুর্ঘটনার পর মুহূর্তেই গোল্ডেন লাইন পরিবহনের বাসটিকে পেছন থেকে ধাক্কা দেয় টুঙ্গীপাড়া এক্সপ্রেস, সাকুরা পরিবহন ও নড়াইল এক্সপ্রেসসহ ৩টি বাস। এতে আহত হন আরও ১৫ জন।
পরে আহতদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।
এ সময় এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ দুর্ঘটনা কবলিত বাসগুলি সরিয়ে নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ওসি আরও বলেন, চারটি যাত্রীবাহী পরিবহনের সংঘর্ষের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবহনগুলো জব্দ করা হয়েছে। পরিস্থিত নিয়ন্ত্রণে আছে।