সোমবার, ২০ অক্টোবর ২০২৫

কক্সবাজারে নারী পর্যটকদের আপত্তিকর ভিডিও ধারণ, টিকটকার গ্রেপ্তার

প্রকাশিত: রবিবার, আগস্ট ২৪, ২০২৫

কক্সবাজার সমুদ্রসৈকতে ভ্রমণে আসা নারী পর্যটকদের গোসল, চলাফেরা ও একান্তে বসার মতো ব্যক্তিগত মুহূর্ত গোপনে ধারণ করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে টিকটকার মো. ইউনুস মিয়াকে (৩৩) গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (২৪ আগস্ট) বিকেল ৪টার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ইউনুস কক্সবাজার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের পিটি স্কুল এলাকার বাসিন্দা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পুলিশ জানায়, এই ধরনের কর্মকাণ্ড নিন্দনীয় অপরাধ এবং কক্সবাজারের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে।

পর্যায়ক্রমে এ ধরনের অপরাধের সঙ্গে জড়িত সবাইকে গ্রেপ্তার করা হবে। অপরাধী যে-ই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না।

আরো পড়ুন