সোমবার, ২০ অক্টোবর ২০২৫
প্রকাশিত: শুক্রবার, আগস্ট ২২, ২০২৫
নগরীতে মহিলা যুবলীগ নেত্রী বানু গ্রেপ্তার
নগরীর নিউমার্কেট এলাকা থেকে সদর থানার একটি ভাঙচুর ও লুটপাটের মামলার পলাতক আসামী মহিলা যুবলীগ নেত্রী চিশতী মুসতারী বানুকে নগর গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করেছে।
গোয়েন্দা পুলিশের ওসি তৈমুর আলম জানায়, শুক্রবার রাত সাড়ে ৯ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর সোনাডাঙ্গা থানার নিউমার্কেটের ভেতর থেকে যুব মহিলা লীগের নেত্রী মুসতারী বানুকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে সদর থানার রয়্যাল মোড়ের ফ্যাশান হাউজ লিন্ডার শোরুম ভাঙচুর ও লুটপাট ঘটনায় মামলা রয়েছে। তিনি বেশ কিছু দিন যাবত আত্মগোপনে ছিলেন। তাকে গোয়েন্দা কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে । আজ শনিবার তাকে আদালতে পাঠানো হবে।