মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫

নগরীর দৌলতপুরে ঘের ব্যবসায়ীকে গলা কেটে হত্যা

প্রকাশিত: রবিবার, আগস্ট ৩, ২০২৫

খুলনায় আল আমিন নামে এক ঘের ব্যবসায়ীকে ধারলো অস্ত্রদিয়ে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (৩ জুলাই) রাত ৯ টার দিকে ওই যুবককে গলাকেটে হত্যা করে মহেশ্বরপাশা বণিকপাড়া খানাবাড়ি রাস্তার ওপর ফেলে যায় দুর্বৃত্তরা।

হত্যাকান্ডের বিষয়টি নিশ্চিত করেছেন দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) জাহিদুল ইসলাম।

পুলিশ ও স্থানীয়রা জানায়, দৌলতপুর থানাধীন মহেশ্বর পাশা উত্তর বণিক পাড়া খানা বাড়ি পল্লবের বাড়ি সংলগ্ন সড়ক দিয়ে যাওয়ার সময় দুর্বৃত্তরা গলা কেটে হত্যা করে বলে জানা যায়। নিহত আল আমিন পেশায় একজন ঘের ব্যবসায়ী। নিহত আল আমিন দৌলতপুর মহেশ্বরপাশা দিঘীর পূর্বপাড় এলাকার সাহেদ আলীর ছেলে। রাতে পুলিশের উর্দ্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছে।

আরো পড়ুন