বুধবার, ২৩ জুলাই ২০২৫

মাদারগঞ্জে সেপটিক ট্যাংকের বিষক্রিয়ায় দুই শ্রমিকের মৃত্যু

প্রকাশিত: মঙ্গলবার, জুলাই ২২, ২০২৫

জামালপুরের মাদারগঞ্জে সেপটিক ট্যাংকের বিষক্রিয়ায় দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেল ৪টার দিকে উপজেলার গুনারীতলা ইউনিয়নের জাংগালিয়া কালুর মোড় সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

নিহত মোশারফ ওই এলাকার সুরুজ মণ্ডলের ছেলে ও জদু মন্ডল একই এলাকার মৃত জোনাব মণ্ডলের ছেলে। সম্পর্কে তারা চাচা-ভাতিজা। তারা দুজনেই পেশায় নির্মাণ শ্রমিক। 

প্রত্যক্ষদর্শীরা জানান, মোশারফ ও জদু মন্ডল নিজ এলাকার একটি মসজিদের সেপটিক ট্যাংকের ছাদ ঢালাইয়ের কাজ  করেন। সেই ট্যাংকের সেন্টারিং খুলতে বিকেলের দিকে মোশারফ ও জদু মন্ডল ট্যাংকের ভেতরে নামলে বিষাক্ত গ্যাসে অজ্ঞান হয়ে যান। এ সময় জদু মন্ডলকে উদ্ধার করতে মোশারফ হোসেন ট্যাংকের ভেতরে নামলে তিনিও অজ্ঞান হয়ে পড়ে যান।

টের পেয়ে আশপাশের লোকজন ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিস তাদের অজ্ঞান অবস্থায় উদ্ধার করে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

মাদারগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ রইছ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, সেপটিক ট্যাংকে কাজ করতে গিয়ে দুজন নির্মাণ শ্রমিক অচেতন অবস্থায় পড়ে ছিল। খবর পেয়ে তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে পাঠানো হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

হাসপাতালের দায়িত্বরত মেডিকেল অফিসার ডা. সালেহ মাহাদী জানান, মোশারফ হোসেন ও জদু মন্ডলকে নামে দুজনকে হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে।

মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল্লাহ সাইফ বলেন, এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে এখনো কোনও লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 

আরো পড়ুন