রবিবার, ২০ জুলাই ২০২৫
প্রকাশিত: রবিবার, জুলাই ২০, ২০২৫
পূর্ব সুন্দরবনের কটকা অভয়ারণ্যে শনিবার (১৯ জুলাই) ভোর রাতে একটি ট্রলারসহ বিপুল পরিমাণ হরিণ শিকারে ব্যবহৃত নাইলনের ফাঁদ, বরফ ও অন্যান্য সরঞ্জাম জব্দ করেছে বনরক্ষীরা।
বন বিভাগ সূত্রে জানা যায়, পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জের কটকা অভয়ারণ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্টার মতিউর রহমানের নেতৃত্বে বনরক্ষীরা ভোর রাত ৩টার দিকে টাইগার ভারানী এলাকায় টহলে ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে একটি ট্রলার আসতে দেখে বনরক্ষীরা টর্চলাইটের মাধ্যমে থামার সংকেত দেন।
তবে সংকেত উপেক্ষা করে ট্রলারে থাকা ব্যক্তিরা দ্রুত ট্রলারটি তীরে ভিড়িয়ে সুন্দরবনের গহীনে পালিয়ে যায়। পরবর্তীতে ট্রলারটি তল্লাশি করে বনরক্ষীরা উদ্ধার করেন ৮০ কেজি পরিমাণ ৩ বস্তা নাইলনের হরিণ ধরার মালা ফাঁদ, বিপুল পরিমাণ বরফ, মাংস মাপার দাঁড়িপাল্লা, ছুরি, হাঁড়ি-পাতিলসহ অন্যান্য সরঞ্জাম।
এ বিষয়ে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা রানা দেব বলেন, “টহল জোরদার থাকায় চোরাশিকারিরা এবারও ধরা না পড়লেও তাদের ব্যবহৃত ট্রলার ও সরঞ্জাম জব্দ করা হয়েছে। বন বিভাগের নিয়ম অনুযায়ী পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”
উল্লেখ্য, চলমান তিন মাসব্যাপী নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও সুন্দরবনে চোরাশিকারিদের তৎপরতা থেমে নেই। বন বিভাগ বলছে, এই ধরনের অভিযানে সুন্দরবনের সম্পদ রক্ষায় তারা আরও কঠোর অবস্থানে যাবে।