বুধবার, ২৩ জুলাই ২০২৫

খুলনায় অপহরণের সাড়ে ৫ ঘণ্টা পর খাদ্য পরিদর্শক সুশান্ত কুমার মজুমদারকে উদ্ধার করেছে পুলিশ।

প্রকাশিত: সোমবার, জুলাই ১৪, ২০২৫

সাড়ে ৫ ঘণ্টা পর হাত-পা বাঁধা অবস্থায় অপহৃত খাদ্য কর্মকর্তা উদ্ধার

খুলনায় অপহরণের সাড়ে ৫ ঘণ্টা পর খাদ্য পরিদর্শক সুশান্ত কুমার মজুমদারকে উদ্ধার করেছে পুলিশ। রোববার রাত সাড়ে ১২টার দিকে খুলনার তেরখাদা উপজেলার আজগড়া বিআরবি উচ্চ বিদ্যালয় থেকে হাত, পা এবং চোখ বাঁধা অবস্থায় তাকে উদ্ধার করা হয়। তাকে খুলনা সদর থানায় রেখে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। সুশান্ত কুমার মজুমদার খাদ্য বিভাগের খাদ্য পরিদর্শক হিসেবে খুলনার ৪নং ঘাট ইনচার্জ হিসেবে কর্মরত আছেন।

রোববার (১৩ জুলাই) সন্ধ্যা সাতটার দিকে পাঁচ ব্যক্তি সুশান্তকে মারপিট করতে করতে একটি ট্রলারে উঠিয়ে নিয়ে যায়। রাত বারোটা পর্যন্ত তাকে উদ্ধার করতে পারেনি পুলিশ।

খুলনা সদর থানার ওসি হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম বলেন, অপহরণের পর থেকে পুলিশের একাধিক ইউনিট চারদিক থেকে অভিযান শুরু করে। পুলিশের অভিযানে আতঙ্কিত হয়ে অপহরণকারীরা তাকে তেরখাদা উপজেলার আজগড়া গ্রামের বিআরবি উচ্চ বিদ্যালয়ের মাঠে হাত-পা এবং চোখ বেঁধে ফেলে রেখে যায়। পরবর্তীতে সেখানকার পুলিশের সহায়তা নিয়ে সুশান্ত কুমার মজুমদারকে উদ্ধার করা হয়। থানায় এনে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।

তিনি বলেন, অপহরণকারীরা চাঁদা দাবি করেছিল। পরিবারের পক্ষ থেকে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে কিছু টাকা দেওয়া হয়। পরে ওই মোবাইল ব্যাংকিংয়ের এজেন্টকেও জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

খুলনা জেলার তেরখাদা থানার ওসি মেহেদী হাসান বলেন, রাত সাড়ে ১২টার দিকে তেরখাদা থানা পুলিশের সহায়তায় খুলনা থানা পুলিশ ওই ব্যক্তিকে উদ্ধার করে। তবে কি কারণে তাকে অপহরণ করা হয়েছিল তিনি সঠিকভাবে বলতে পারেননি।

আরো পড়ুন