সোমবার, ২১ এপ্রিল ২০২৫
প্রকাশিত: শুক্রবার, জানুয়ারী ২৪, ২০২৫
খুলনা মহানগরীর ১০ নং ওয়ার্ড যুবলীগের আহবায়ক কাজী ইয়াসির আরাফাত হোয়াইটকে আটক করেছে আইন-শৃঙ্খলা বাহিনী। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) গভীর রাতে ফরিদপুর থেকে তাকে আটক করা হয়েছে বলে অভিযোগ করেন তার স্ত্রী সাহেলা আক্তার। তিনি বলেন, কাজী ইয়াসির আরাফাত হোয়াইট ও তিনি ফরিদপুরে তার সেজো বোনের বাড়িতে ছিলেন। বৃহস্পতিবার রাতে আইন-শৃঙ্খলা বাহিনী একটি টিম হোয়াইটকে বাড়ি থেকে নিয়ে যায়। পরে শুক্রবার সকালে তাকে খুলনায় নিয়ে আসা হয়। তিনি আরও বলেন, সকাল ১০টায় খালিশপুর ডিবি কার্যালয়ের সামনে অপেক্ষারত অবস্থায় পুলিশের গাড়ি থেকে তাকে নামতে দেখেন।
এদিকে কাজী ইয়াসির আরাফাত হোয়াইট আটকের বিষয়টি ডিবি কার্যালয়ের কোনো কর্মকর্তা নিশ্চিত করেননি।