বুধবার, ২৩ জুলাই ২০২৫

ইরানে হামলার পরিণতি যুক্তরাষ্ট্রকে ভোগ করতে হবে: হুতি

প্রকাশিত: রবিবার, জুন ২২, ২০২৫

যুক্তরাষ্ট্রকে ইরানে হামলার পরিণতি ভোগ করতে হবে বলে হুমকি দিয়েছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি। রোববার (২২ জুন) গোষ্ঠীটির রাজনৈতিক ব্যুরোর সদস্য হেজাম আল-আসাদ সামাজিক মাধ্যমে সংক্ষিপ্ত এ হুঁশিয়ারি বার্তা দেন।

এর আগে সংগঠনটি জানায়, যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে কোনো হামলা ও আগ্রাসনে অংশ নেয় তাহলে লোহিত সাগরে মার্কিন জাহাজ ও যুদ্ধজাহাজগুলোকে লক্ষ্যবস্তু করা হবে। অন্যদিকে ইরানে মার্কিন হামলার তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস।

ইসরায়েলের স্বার্থে করা এ হামলা পুরো অঞ্চলের জন্য অত্যন্ত বিপজ্জনক বলে আখ্যা দেয় তারা। ইরানের সরকার ও জনগণের সাথে সংহতিও প্রকাশ করে গোষ্ঠীটি।

আরো পড়ুন