মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫

আল্টিমেটাম দিয়ে আন্দোলন স্থগিত করলেন ইশরাক

প্রকাশিত: বৃহস্পতিবার, মে ২২, ২০২৫

অন্তর্বর্তীকালীন সরকারকে ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণের আল্টিমেটাম দিয়ে আন্দোলন স্থগিত করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। বৃহস্পতিবার বিকেলে আন্দোলনস্থলে এসে তিনি এ ঘোষণা করেন।

এর আগে বুধবার সকাল থেকে ইশরাককে মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে কাকরাইলে অবস্থান নেন তার সমর্থকরা। তারা সারারাত সেখানে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।

এদিকে হাইকোর্টের রায় ইশরাক হোসেনের পক্ষে হওয়ার পরও রাস্তায় থাকেন আন্দোলনকারীরা। রাজধানীর কাকরাইল মোড় তাদের আনন্দ মিছিল আর স্লোগানে মুখর। তাদের এ আন্দোলনকে কেন্দ্র করে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। তাদের এ আন্দোলনের কারণে গণপরিবহনে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয় যাত্রীদের।

সরজমিনে দেখা যায়, অনেকে গণপরিবহন থেকে নেমে হেঁটে গন্তব্যের উদ্দেশে যাচ্ছেন।

আরো পড়ুন